কক্সবাজারে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা করলো রোহিঙ্গা স্ত্রী

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২২

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাজিদা বেগমকে (২৩) নামে এক রোহিঙ্গ নারীর বিরুদ্ধে। শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে উনচিপ্রাং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সৈয়দুর রহমান (৩২) ওই ক্যাম্পের হামিদুর রহমানের ছেলে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬-এপিবিএনের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম জানান, দাম্পত্য কলহের জেরে শুক্রবার দুপুরে উনচিপ্রাং ক্যাম্পের বাসিন্দা সৈয়দুর রহমানকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে জখম করেন তার স্ত্রী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যার অভিযোগে ওই নারীকে আটক করে পুলিশ। এসময় একটি লম্বা দা জব্দ করা হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান এপিবিএন পুলিশের এ কর্মকর্তা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ জানান, আটক সানজিদা বেগম দাম্পত্য কলহের কারণে স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।