ফিল্মি কায়দায় হোটেল দখল: নেপথ্যে ছাত্রলীগনেতা মনির
Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
কক্সবাজার শহরের কলাতলীর হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্টে লুটপাট ও শতাধিক ফ্ল্যাট দখলে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ছাত্রলীগের কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদক মনিরুল হক মনিরের নেতৃত্বে হোটেলে ঢুকে লুটপাট ও ভয়ভীতি প্রদর্শন করে ২০/৩০ জনের একটি সিন্ডিকেট হোটেল দখল করে।
১৫ মে বিকাল সাড়ে ৫টার দিকে শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরের নেতৃত্বে নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হোটেলের সিকিউরিটি ও ম্যানেজারকে মারধর করে। মনিরের নির্দেশে ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্যাশের নগদ টাকা হাতিয়ে নেয় এবং বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এ সময় কর্মচারীদের মারধর করে বের করে দিয়ে হোটেল দখলে নেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। হোটেল থেকে বের না হলে কর্মচারীদের হত্যার হুমকি দেয়।
একই কায়দায় গত মাসের ২১ তারিখে হামলা চালায় একই ছাত্রলীগ নেতা মনিরের নেতৃত্বে একটি দল। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় ওয়ার্ল্ড বিচ রিসোর্টের জেনারেল ম্যানেজার শেখ আব্দুল্লাহ বাদী হয়ে মামলা করেন।
এতে ঢাকার বনানীর ৮নং সড়কের বাসিন্দা দেলোয়ার এইচ খানকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন -শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনির, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান সায়েম, খাইরুল ইসলাম জিশান, রফিকুল ইসলাম, মেজর (অব.) দেলোয়ারের স্ত্রী ও যুবদল নেতাসহ ১০ জন। এতে অজ্ঞাতনামা ১৫-২০ জনকেও আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২১ এপ্রিল বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের ১২ নং ওয়ার্ডের কলাতলী ডলফিন মোড়ের ওয়ার্ল্ড বিচ রিসোর্টের সিকিউরিটি ও ম্যানেজারকে মারধর করে নগদ অর্থ ছিনিয়ে নেয় আসামিরা।
শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হক মনিরের নির্দেশে ফ্রন্ট ডেস্কের ক্যাশের ১ লাখ ৭০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া অন্য এক আসামি ক্যাশ ড্রয়ার থেকে হোটেলের স্টাফদের বেতন-বোনাসের ৬ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ সময় বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়। মারধর করে স্টাফদের বের করে দিয়ে হোটেল দখলে নেয় আসামিরা।