Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে কক্সবাজার -০৩ আসনের অন্তর্গত ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের
ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বানের পানির কারণে এই দুই জেলার লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কোনো কোনো এলাকায় পানি ঘরের চালা স্পর্শ করেছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় মানুষজন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন।
পানিবন্দি মানুষের মাঝে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুকনো খাবার বিতরণ করেছেন কক্সবাজার – ০৩ সংসদীয় আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মিজান সাঈদ।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পানি বন্দি মানবেতর দিনযাপন করা জালালাবাদ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের অন্তর্গত সওদাগর পাড়া,দক্ষিণ এবং পশ্চিম লরাবাগ পাড়া, পোকখালীসহ পুরো ঈদগাঁ উপজেলা মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
পশ্চিম পোকখালীর বাসিন্দা আকতার কামাল বলেন,আমাদের পুরো এলাকা পানির নিচে। এইসময় আমাদের পাশে দাড়িয়েছেন ব্যারিস্টার মিজান ভাই। এজন্য আমরা কৃতজ্ঞ।
রিকশা চালক হাসান বলেন, বন্যার সময় কেউ খোঁজ খবর রাখেন না। ওনার মতন একজন মানুষ হাঁটু পরিমান পানিতে নেমে আমাদের খাবার দিবেন কল্পনাও করেনি।
ব্যারিস্টার মিজান সাঈদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্যোগ, দুর্দিনে সবার আগে এগিয়ে আসে, যার শিক্ষা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের দিয়েছেন। বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম ভারী বর্ষণ ও জোয়ারের ফলে পানিবন্দি অনেক ঘরে রান্না করা সম্ভব হয়নি।তাই তাদের পাশে থাকার এই ক্ষুদ্র চেষ্টা।