বান্দরবান ২ এপিবিএন’র অভিযানে ৫৭২ লিটার চোলাই মদসহ ৩মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩
print news

প্রেস রিলিজ

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টর্স, মেঘলা, বান্দরবানের ইন্টেলিজেন্স টিমের তথ্যের ভিত্তিতে অপারেশন্স সিসি নং-১৮৩/২৩, তারিখঃ ১৮/০৯/২০২৩ খ্রিঃ মূলে এসআই (নিরস্ত্র)/মোহাম্মদ আব্দুল কাইয়ুম, এএসআই/ মোঃ রবিউল করিম সিকদার ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বান্দরবান জেলার বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন, সুয়ালক ইউনিয়নের ০১নং ওয়ার্ডের অন্তর্গত মাঝেরপাড়া রাস্তার মাথা মেম্বার হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী- ১। মোঃ লিটন (৩০), পিতা-কবির আহমদ, মাতা-মৃত হোসনে আরা বেগম, সাং-মহুতা পাড়া, চাতরী ইউনিয়ন ০১নং ওয়ার্ড, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ রানা (২১), পিতা-মোঃ জাফর, মাতা-দিলুআরা বেগম, সাং-ভাঙ্গামুরা ০২নং কুহালং ইউনিয়ন, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান, ৩। মংসাই (৩৫), পিতা-সাপ্রæ অং, মাতা-লাজা উ, সাং-মাঝের পাড়া, ০৪নং ওয়ার্ড, সুয়ালক ইউনিয়ন, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান ও ৪। পলাতক আসামী- মোঃ ইসমাঈল (৩০), পিতা-মোঃ হাসান আলী, মাতা-জাহানারা বেগম, সাং-লম্বা রাস্তা, ০১নং ওয়ার্ড, সুয়ালক ইউনিয়ন, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান, ধৃত ১ ও ২ নং আসামী’দ্বয়ের বহনকৃত মিনি পিকআপ যার নাম্বার চট্ট মেট্রো-ন, ১১-৩৯১১ এ উপস্থিত স্বাক্ষী ও জনসম্মুক্ষে তল্লাশি করে ৫৭২ (পাচঁশত বাহাত্তর) লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়, যার অনুমান মূল্য ২,২৯,০৪৮/- (দুই লক্ষ উনত্রিশ হাজার আটচল্লিশ) টাকা।

এ বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং-১৩, তারিখঃ ১৮/৯/২৩খ্রিঃ। ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৪(গ)৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়।

অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)
২ এপিবিএন, বাংলাদেশ পুলিশ