মরক্কোয় ভয়াবহ ভূমিকম্প: উদ্ধারকাজে হিমশিম

হেলাল হেলাল

উদ্দিন

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩
ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে স্বেচ্ছাসেবীরা। গতকাল সোমবার মরক্কোর মারাকেশের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে স্বেচ্ছাসেবীরা। গতকাল সোমবার মরক্কোর মারাকেশের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে। ছবি: এএফপি
print news

মরক্কোয় গত শুক্রবার মাঝরাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে ২ হাজার ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, আহত হাজারো। ভূমিকম্পে গৃহহীন হয়েছে হাজারো মানুষ। ভয়াবহ এই ভূমিকম্পের পর উদ্ধারকাজ চালাতে হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির ছবিতে এই ভূমিকম্পের ভয়াবহতা উঠে এসেছে।

ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে স্বেচ্ছাসেবীরা। গতকাল সোমবার মরক্কোর মারাকেশের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে স্বেচ্ছাসেবীরা। গতকাল সোমবার মরক্কোর মারাকেশের দক্ষিণাঞ্চলের একটি গ্রামেছবি: এএফপি

ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে স্বেচ্ছাসেবীরা। গতকাল সোমবার মরক্কোর মারাকেশের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে
ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে স্বেচ্ছাসেবীরা। গতকাল সোমবার মরক্কোর মারাকেশের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে। ছবি: এএফপি

prothomalo bangla 2023 09 ca709bba a36f 40f8 ab56 9b713166cee6 5

ভূমিকম্পে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার। গতকাল সোমবার মরক্কোর আমিজমিজের কাছের একটি গ্রামে। ছবি: এএফপি

prothomalo bangla 2023 09 f697748a 4383 4ed8 a450 57c98a6aab3f 7

জীবিতদের খুঁজে পেতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। গতকাল সোমবার মরক্কোর আমিজমিজের কাছের একটি গ্রামে। ছবি: এএফপি