শেখ হাসিনার পদত্যাগের পর কক্সবাজারের রামুতে আওয়ামী লীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে। শেখ হাসিনার দেশত্যাগের পর সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের দেহরক্ষী খ্যাত মোহাম্মদ ইছাক (২৯) এর রামু মন্ডল পাড়া ঘরবাড়িতে ভাঙচুর করেছে বিএনপি-জামায়াতের সমর্থকেরা। এতে পরিবারের সদস্যরা কোনরকম রক্ষা পেলেও বসতঘরে ব্যাপক ক্ষতিসাধন হয়।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যান সাইমুম সরওয়ার কমলের দেহরক্ষী মোহাম্মদ ইছাক। এ সুযোগে বিএনপির নেতা-কর্মীরা এ হামলা চালায়। মোহাম্মদ ইছাক বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রামু উপজেলা শাখার সহ-সভাপতির দয়িত্বে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবি তুলে শিক্ষার্থীরা। এ আন্দোলন প্রতিরোধ করতে সরকার কারফিউ জারি করে। সেই কারফিউ উপেক্ষা করে রাজপথে নেমে পড়ে শিক্ষার্থীসহ আমজনতা। অবশেষে দুপুরের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে উল্লাস করে ছাত্রজনতা। মিষ্টি বিতরণের হিড়িক পড়ে যায় জেলা জুড়ে। এ সময় গোটা জেলায় বিজয় মিছিল বের করে। বিজয় মিছিল থেকে বিভিন্ন স্থানে গড়ে তোলা বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
মন্তব্য করুন