DFAT-AHP অর্থায়িত সেন্ট্রালিটি অফ প্রোটেকশন ইন প্রোট্রাকটেড ক্রাইসেস (সিপিপিসি) প্রকল্পের অধীনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় ও বাস্তবায়নকারী সংস্থা এফআইভিডিবি’র যৌথ উদ্যোগে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় “স্বাস্থ্য সুরক্ষার বিপ্লবীকরণ: এআই এর ভূমিকা এবং কর্মক্ষেত্রে ডিজিটালাইজেশন” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
উক্ত আলোচনায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর Livelihood specialist মোঃ বদরুজ্জামান বলেন, ”এই দিনটি শুধুমাত্র একটি গতানুগতিক অনুষ্ঠান আয়োজনের দিন নয়, বরং একটি সচেতনতা মূলক প্রক্রিয়া যা আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়- কাজের ক্ষেত্রে শ্রমিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব এবং কাজের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার অগ্রগতির বাহক।
উপজেলা আইসিটি অফিসার রমজান আলী কর্মক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রকৌশলী রবিউল হোসাইন নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে শ্রমিক-মালিকসহ সবার মাঝে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
সর্বশেষে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন বলেন, “পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি কেবল দিবস পালনে সীমাবদ্ধ না থেকে প্রতিদিনের কাজে বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন, আমাদের কর্মক্ষেত্রে যত বেশি প্রযুক্তির ব্যবহার হবে ততবেশি কাজের জটিলতা কমবে ও সুরক্ষা নিশ্চিত হবে। তিনি বলেন, নিরাপদ কর্মক্ষেত্র কেবল শ্রমিকের জীবন নিরাপদ করে না বরং যখন শ্রমিকদের সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষিত থাকে, তখন তাদের উৎপাদনশীলতা ও কর্মদক্ষতা অনেকাংশে বাড়ে। একটি নিরাপদ কর্মপরিবেশের ফলে কাজের প্রতি কর্মজীবীদের মনোযোগ বৃদ্ধি পায়। যার ফলে ক্রটি ও দুর্ঘটনা কমে আসে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী সকলের উপস্থিতিতে একটি সচেতনতামূলক র্যালিতে অংশগ্রহণের মাধ্যমে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন