সম্ভাব্যতা যাচাইয়ে কর্ণফুলী রেজিমেন্ট কমান্ডারের পরিদর্শন

কক্সবাজার সরকারি কলেজে স্থাপন হচ্ছে বিএনসিসি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার সরকারি কলেজে বিএনসিসি ব্যাটালিয়ন হেড কোয়ার্টার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করার জন্য বিএনসিসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খাঁন বিএসপি, এনডিসি, পিএসসি এর নির্দেশক্রমে বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্ট এর রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল সফিকুর রহমান জি ১২ জুলাই ২০২০ তারিখ দুপুর ১২ ঘটিকায় কক্সবাজার সরকারি কলেজে আগমণ করেন। তিনি হেড কোয়ার্টার স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ ও শীঘ্রই ব্যাটালিয়ান হেডকোয়ার্টার স্থাপনের কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনসিসি কক্সবাজার সরকারি কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও মফিদুল আলম ও পিইউও মং থোয়েন এ এবং প্লাটুনের ক্যাডেটবৃন্দ। পরিদর্শন শেষে তিনি স্বাধীনতা ভবনের সামনে একটি কাঁঠাল গাছের চারা রোপন করে বিএনসিসি পরিচালিত বৃক্ষ রোপন অভিযান ২০২০ এর শুভ সূচনা করেন এবং বিএনসিসি সেনা শাখার প্লাটুন পরিদর্শন করেন। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন।