কক্সবাজার রোববার ২০৬ করোনা টেস্ট; আক্রান্ত ২০

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০
ছবি- ভোরের কক্সবাজার

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রোববার ১৯ জুলাই ২০৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে কক্সবাজার জেলায় মোট ২০ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।


একইদিন বাকী ১৮৬ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

রোববার ১৯ জুলাই ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ২০ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৪ জন, উখিয়া উপজেলায় ১ জন, টেকনাফ উপজেলায় ১ জন, মহেশখালী উপজেলায় ১ জন, পেকুয়া উপজেলায় ২ জন ও কুতুবদিয়া উপজেলায় ১ জন করোনা রোগী সনাক্ত করা হয়।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩১৬১ জনে পৌঁছেছে। রোববার ১৯ জুলাই পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা হয়েছে মোট ২৩৪০৩ জনের।