বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষ

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৩ হাজার ৩৪৫ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ৬৯৩ জন মানুষ। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লাখ ৬ হাজার ৫০৩ জন। এদিকে, মোট মৃত্যু ৮ লাখ ৪১ হাজার ২৯০ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন দুই লাখ ৫ হাজার ৭০২ জন। ফলে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭২ লাখ ৯৬ হাজার ৯৯০ জন।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে মৃত্যুর সংখ্যা কয়েকদিন কম থাকলেও আবার তা বেড়ে গিয়েছে। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির সবকটি অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি এবং স্পেন।