না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর আলী আহম্মেদ

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

অসংখ্য ভক্ত গুণগ্রাহীকে কাঁদিয়ে চলে গেলেন যুক্তরাষ্ট্র অধিবাসী, কক্সবাজার সদর- রামু আসনের সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল’র বড় খালু প্রফেসর আলহাজ্ব আলী আহম্মেদ(৯০)। (ইন্না-লিল্লাহ….. রাজিউন)

দীর্ঘদিন তিনি বয়োবৃদ্ধ রোগে ভুগছিলেন। মৃত্যুর আগে অসুস্থ অবস্থায় ক্যালিফোর্নিয়া লস্ এঞ্জেলস্ হোয়াইট মেমোরিয়্যাল হসপিটাল, চিকিৎসাধীন থেকে বাংলাদেশ সময় ২৮আগস্ট (জুমাবার) রাত ১০:৪২মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

শিক্ষাবিদ আলী আহম্মেদ’র মৃত্যুর খবরটি নিশ্চিত করেন, নাতি সাবেক ছাত্রনেতা – বেলাল উদ্দিন

মৃত্যুকালে তিনি ৬সন্তান-সন্ততি রেখে যান।

তিনি জীবদ্দশায় একাধারে দেশও দেশের বাইরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপনায়  ছিলেন।
উল্লেখযোগ্য – (প্রফেসর) মির্জাপুর ক্যাডেট কলেজ,টাঙ্গাইল , (প্রফেসর) কাম্পালা ইন্টারন্যাশনাল কলেজ, উগান্ডা , (প্রফেসর) ইউনিয়ন ওমেন’স ইউনিভার্সিটি কলেজ, নাইজেরিয়া , প্রফেসর কলেজ সাইন্স এন্ড টেকনোলজি, নাইজেরিয়া, (প্রিন্সিপাল ) জেদ্দা এম্বাসি কলেজ, সৌদি আরব,
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল,বদরখালী কলেজ, এডুকেশনাল সুপারভাইজার, মনোরুভিয়া স্কুল এণ্ড কলেজ, ক্যালিফোর্নিয়া ইউএসএ’তে নিযুক্ত ছিলেন।