অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে বাংলাদেশ

এ মাসেও রেকর্ড ভাঙলো রেমিটেন্স

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

করোনা (কোভিড-১৯) মহামারীকালেও বৈদেশিক মুদ্রা সঞ্চয়ে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে বাংলাদেশ। দেশে প্রথমবারের মতো ৩৯ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে। ১ সেপ্টেম্বর, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্র এই তথ্য নিশ্চিত করেন।

তথ্য মতে, মঙ্গলবার দিনের শুরুতে দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ গিয়ে দাঁড়ায় ৩৯ দশমিক ৪০ বিলিয়ন (তিন হাজার ৯৪০ কোটি ডলার)। আর বাংলাদেশি মুদ্রায় তিন লাখ ৩১ হাজার কোটি টাকা। প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয় ধরে এই মজুত অর্থ বৈদেশিক মুদ্রা দিয়ে প্রায় ১০ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, এখন বৈধপথে রেমিট্যান্স আসছে। এছাড়া আমদানি ব্যয়ের চাপ কম, দাতা সংস্থা বিশ্বব্যাংক, আইএমএফ ও জাইকার বৈদেশিক ঋণসহায়তা এবং বিশ্ব সংস্থার অনুদানের কারণে দেশে বৈদেশিক রিজার্ভের পরিমাণ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, প্রবাসীরা গত আগস্ট মাসের ২৭ দিনে দেশে ১৭২ কোটি ৫৮ লাখ ডলার পাঠিয়েছেন। গত বছরের পুরো আগস্ট মাসে ১৪৪ কোটি ৪৭ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। এছাড়া চলতি বছরের জুলাইয়ে প্রবাসীরা ২৫৯ কোটি ৯৫ লাখ ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠান।